রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:৩৪ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় মোলানীপাড়া এলাকায় শাহজালাল প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। গতকাল সোমবার দুপুরে শাহজালাল প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। শাহজালাল প্রবীণ নিবাস চত্ত্বরেই শাহজালাল প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি চালু হতে যাচ্ছে। বেসরকারী প্রতিবন্ধী সেবা কেন্দ্রটিতে স্বল্প খরচে বিভিন্ন প্রকার শারীরিক প্রতিবন্ধী, প্যারালাইস্ট রোগী, নিউরো সংক্রান্ত জটিলতায় আক্রান্ত রোগীরা অনাবাসিকভাবে ফিজিও থেরাপীসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা’র তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালত হবে। আগামী অক্টোবরেই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। শাহজালাল প্রবীণ নিবাসে যে সকল অসহায়, দরিদ্র ষাটোর্ধ নারী প্রবীণ থাকবেন তারা এখান থেকে ফিজিও থেরাপী সুবিধা গ্রহণ করবেন। এ সময় ডা: এসএস জুলকার নাইন সাগর, ফিজিও থেরাপিস্ট, ক্রীড়া সংগঠক সোয়েব আলী সবুজ, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, দৈনিক কালের কন্ঠ ও ডিবিসি প্রতিনিধি লুৎফর রহমান, বাংলা ভিশন পঞ্চগড় প্রতিনিধি মো: মোশারফ হোসেন, সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।