শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় ধানের জমি থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে এলাকা বাসি। জানা গেছে ,গত রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মৃত্যু হায়দার আলী সরকারের পুত্র বিলু মিয়া (৩২) এর সাথে নদু মিয়ার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিলুকে ডেকে নিয়ে হত্যার উদ্দ্যেশে হাত-পা ও গলায় রশি বেঁধে বেধরক মারপিট করে মৃত্যু নিশ্চিত ভেবে সাউদগাড়ী ব্রীজ নামক স্থানে ধানের জমিতে ফেলে রেখে যায় এক পর্যায়ে বিলুর জ্ঞান ফিরে পেলে তার আতœ চিৎকারে পথ চারীরা রাতেই তাকে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেছে বলে পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা যায়।বিলুর অভিযোগ তার চাচাতো ভাই রাকিব ও নরুন্নবীদের সাথে জমি জমা নিয়ে বিরোধের জেরেই তারা এ ঘটনা ঘটিয়েছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি আভিযোগ দায়ের করা হয়েছে বলে ওসি(তদন্ত)আফজাল হোসেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।