মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে তুই করে বলায় মঙ্গলবার বিকেলে চা বিক্রেতা এক কিশোরকে কুপিয়ে খুন করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। নিহতের নাম নূর ইসলাম(১৪)। সে শেরপুরের শ্রীবর্দী থানার ভায়াডাঙ্গা গ্রামের ফকির আলীর ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মোঃ এজাজ শফী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাজীপুর জেলা শহরের টাংকিরপাড় এলাকায় জনৈক ফরিদের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ফকির আলী ভাড়া থাকে। ফকির আলী পাখি শিকার করে তা বিক্রি করে এবং তার ছেলে নূর ইসলাম গাজীপুরের জর্জকোর্ট এলাকার একটি চায়ের দোকানে কাজ করে। মঙ্গলবার বাসায় দুপুরের খাবার খেয়ে সে স্থানীয় ভাওয়াল রাজদীঘির উত্তর পাড়ে বসে বিকেল পৌণে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় নূর ইসলাম তার চেয়ে বয়সে বড় এক বন্ধু ধূমপান করায় তাকে তুই করে বললে কয়েক কিশোর বন্ধু উত্তেজিত হয়ে উঠলে তাদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কয়েক কিশোর ধারালো অস্ত্র দিয়ে নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত নূর ইসলামকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জড়িত কাউকে সন্ধ্যা পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।