সোমবার, ২৯ মে ২০২৩, ১০:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার দুপুরে ডাঃ ফাহমিদা ফারহানা খান, স্যাকমো দিপংকর দাস ও সিনিয়র স্টাফ নার্স করবী চৌধুরীর বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসেন, ডাঃ আবু বকর মোঃ নাশের (রাশু), ডেন্টাল সার্জন ডাঃ নাফিস কামাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানেটারী ইন্সেসপেক্টর জসিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ আব্দুল আউয়াল, নার্স সুপার ভাইজার মনি দেবিকা দেব, সেকমো সফিকুল ইসলাম, এসএসএম সোহেল মিয়া, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ সাইদুর রহমান, অফিস সহকারি বিণয়শীল, হারবাল এ্যাসিসটেন্ট ইকবাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূরুল হক বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা সহ বই উপহার দেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন নার্স, স্যাকমো, টেকনোলজিষ্ট, অফিস ষ্টাফ সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।