শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধি : সাভারের বিভিন্ন জায়গায় র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি কারখানা সিলগালা ও ৪৩ লক্ষ টাকা জরিমানা করেন,এই সব কারখানায় বি,এস,টি ,আইর অনুমোদনহীন ডিটারজেন্ট পাউডার, লন্ড্রী সাবান,সয়াবিন তেল,মশার কয়েল ইত্যাদি গোপনে তৈরি করে আসছিল র্যাব গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানা গুলোতে অভিযান চালিয়ে জান্নাত ইন্ড্রাষ্ট্রিজ কে ১০ লক্ষটাকা,রকস সোপ ইন্ড্রষ্টিজ কে ত্রিশ লক্ষ টাকা ও এভারওয়ে ইন্ডাষ্টিজ এর মালিক কে দুই মাসের জেল ও তিন লক্ষ টাকা জরিমানা করেন,,নির্বাহী মেজিষ্ট্রট ছিলেন নিজাম উদ্দিন আহমেদ,বি ,এস ,টি ,আইর পরিদর্শক মোঃ সাইদুর রহমান,আরও উপস্থিত ছিলেন র্যাব ৪ এর মেজর শিবলী মোস্তফা।