রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দুইটি রাস্তার নির্মান কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ।
বধুবার দুপুর ১২টায় সদর উপজেলার নারগুন দীঘি হতে বীরগঞ্জ বোর্ড ও দিনাজপুর আরএইচটি হতে খোচাবাড়ি জিসি ভায়া নারগুণ বোর্ড অফিস পর্যন্ত দুইটি পৃথক সড়কের সাড়ে ৪ কি.মি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। তিনি বলেন সকলে পরিশ্রম করলে দেশটাকে উন্নত করতে পারি; তাহলে আমাদের কারও অভাব থাকবে না। আমার বিশ্বাস এই দেশ একদিন আধুনিক ও উন্নত দেশে পরিনত হবে।
গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে ৪ কিলোমিটার দুটি রাস্তার পাকাকরনে ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকা। এ কাজের বাস্তবায়ন করবেন এলজিইডি ।
পরে ২৪ টিবওয়েল ট্রাক টারর্মিনালে ইউপি চেয়ারম্যান আলা উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম ঠাকুরগাঁও-১ আসনের বর্তমান সাংসদ রমেশ চন্দ্র সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান সদ্দার প্রমুখ।