সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন

আপডেট
*** যে কোন ধরনের ওয়েবসাইট তৈরির  জন্য আজই যোগাযোগ করুন  - 09638117711  ***  ভিজিট করুন - www.popularhostbd.com  ***
সংবাদ শিরোনাম :
যশোরের সমাবেশে পতাকাবাঁধা বাঁশ হাতে বিএনপির নেতা কর্মীরা বেনাপোলে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসাবে মফিজুর রহমান সজনের আত্মপ্রকাশ বেনাপোল স্থলবন্দরের শেড ইনচার্জ ও টেন্ডেলের দৌরাত্বে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ বেনাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচন নেই ১২ বছর নির্বাচন চাই এলাকাবাসি আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন ঘীরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রচারনা শুরু বেনাপোলে শরিক ফাঁকির পায়তারায় বিল্ডিং ঝুঁকিপূর্ণ বলে অপপ্রচার! নাভারন হাইওয়ের সার্জেন্ট রফিকের চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ায় দোঁড়ঝাপ শুরু। বেনাপোলে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা সহ আটক-৩ বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা সহ আটক-১ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে স্কুলের চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ চোর আটক

নীলফামারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাথের অভিযোগ

নীলফামারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাথের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি : ইীলফামারী সদও সিংদই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানার বিরুদ্ধে সরকারী বরাদ্ধের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে বরাদ্দকৃত ৩ লক্ষ টাকার কাগজে কলমে ভাউচার থাকলে ও বাস্তবে কাজের কোন হদিস পাওয়া যায়নি।নাম মাত্র কাজ কওে সম্পূর্ন টাকা আত্মসাত করেছে মর্মে এলাকাবাসী অভিযোগ করেন।সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে পাঠদান দিচ্ছেন বিদ্যালয়ের নৈশপ্রহরী বলরাম রায়। নৈশপ্রহরীর পাঠদানের কারনে শিক্ষার্থীরা সঠিক পড়াশুনা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন প্রায়ই বলরাম রায় স্যার আমাদের ক্লাস নেন। শিক্ষার্থীরা বলেন বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সংগীত হয়না। অনেক শিক্ষা থেকে শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে বলে জানান ৩য় ও ৪র্থ শ্রেণীর নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা। বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়,বিদ্যালয়ে সর্বমোট ৩ লক্ষ টাকা বরাদ্দ পান। কাজের বিষয়ে জানতে চাইলে কিছু করেছি বাক কাজ পওে করব বলে তিনি জানান। আর কিছু কাজ চলমান রয়েছে। ৩০ হাজার টাকা তিনি হাতে রেখেছেন, সে টাকা কি করবেন জানতে চাইলে কোন উত্তর দেননি। বিদ্যালয় সংলগ্ন স্থানীয়বাসিন্দা গোপাল চন্দ্র রায়, আলাউদ্দিন মিয়া অভিযোগ কওে বলেন এতো টাকার কাজ এসেছে আমরা শুনেছি। কিন্তু বিদ্যালয়ে শুধু  রং লাগিয়েছে জানি। আর বাকী টাকা দিয়ে কি করেছে বলতে পারিনা। বিদ্যালয়ে পড়াশুনার মান তেমন ভালো না।

প্রধান শিক্ষক আফরোজা সুলতানার সাথে কথা হলে তিনি বলেন কাজ এখনও শেষ হয়নি। আর যে টাকা পেয়েছি ভ্যাট দিতে অনেক টাকা চলে গেছে, আর যেটুকু টাকা ছিল তা দিয়ে কাজ করেছি। আর আমার হাতে ৩০ হাজার টাকা এষনও আছে এবং নৈশ প্রহরী ক্লাস নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান।

বিদ্যালয়ের কাজ না কওে টাকা আত্মসাত ও গত ৩০শে জুনের মধ্যে কাজ না করার বিষয়ে উপজেলা প্রার্থমিক শিক্ষা অফিসার আঃছাত্তার (ভারপ্রাপ্ত) জানতে চাইলে তিনি বলেন,তদন্তকওে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করব।উক্ত বিষয়ে জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার ্ওসমান গনির সাথে কথা হলে তিনি বলেন,ক্লাসটার এটি ওদের দায়িত্ব দ্ওেয়া আছে স্কুল ভিজিট কওে আমাকে নোটদিবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD