মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:০১ অপরাহ্ন
টাঙ্গাইল প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েবের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, জহির মোস্তফা মুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাইফুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহমিদা আহমেদ তিথী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় বক্তারা বরিশাল- ৪ আসনের সাংসদ ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি’র বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক কুৎসা রটনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।