রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ে জাইকার সার্বিক সহযোগতায় ও সদর উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তর কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন এর আয়োজন করে। এসময় কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় শতাধীক ছাত্রী ও অভিভাবকরা অংশ নেয়। ক্যাম্পেইনে জাইকা প্রতিনিধি গোলাম মোস্তফা,সদর উপজেলা পরিববার-পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবির ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বুলবুলসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। ছাত্রীদের মাঝে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন সদর উপজেলা পরিববার-পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা সাবিহা কবির। শিক্ষার্থীরা মনযোগ সহকারে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা শুনে। উল্লেখ্য সদর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে ।