রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
কেশবপুর (যশোর) প্রতিনিদি : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন-অর-রশীদ, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ এবিএম খসরু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ডাঃ আহসান মিজান রুমি, ডাঃ কামরুজ্জামান, ডাঃ তৌফিকুল ইসলাম, ডাঃ সৌমেন বিশ্বাস প্রমুখ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হারুন-অর-রশীদ-এর নেতৃত্বে একটি টিম উপজেলার মূলগ্রামের প্রতিটি বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। এসময় মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত কর্মসূচীতে অংশ নেয়।