সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া। নগরীর মূল প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কোন সমাবেশ করলে এর প্রভাব পুরো নগরীতে ছড়িতে পড়ে। ভোগান্তিতে পড়তে হয় সকল শ্রেনী পেশার মানুষকে। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত দূর্ভোগের অন্ত ছিলনা নারায়ণগঞ্জবাসীর। ছয়টি রাস্তা বন্ধ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সমাবেশ করেছে। সমাবেশকে কেন্দ্র করে গাড়ী চলাচল ছিল বন্ধ। লোকজন পায়ে হেটেই গন্তব্যস্থলে পৌছেছেন। জনসাধারনের প্রশ্ন ছিল হাজারো মানুষের দূর্ভোগ পোহাতে হবে জেনেও কেন সমাবেশ এখানেই করলেন শামীম ওসমান। সাধারণ মানুষের প্রশ্ন, এরআগেও নগরীর ২নং রেলগেট এলাকায় সমাবেশ করেছিলো শামীম ওসমান।
তখন রাস্তার একপাশ বন্ধ রেখে আরেকপাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিলো। তবে করেছেন তার উল্টোটা সব রাস্তাবন্ধ করে দিয়ে সমাবেশ। চাষাঢ়া এলাকায় কোন বড় সমাবেশ হলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, পঞ্চবটি-চাষাঢ়া রোড, চাষাঢ়া-চিটাগাংরোড সড়ক, বঙ্গবন্ধ সড়ক পুরোটাই বন্ধ হয়ে যায়। এদিকে সিদ্ধিরগঞ্জ থেকে চাষাড়া আর সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত গাড়ী নেই চলাচলের। এব্যাপারে সহকারী পুলিশ সুপার (ট্টাফিক) ছালেহউদ্দীন আহমেদ বলেন, এধরণের বড় সমাবেশ করতে হলে তো অনুমতির প্রয়োজন হয়। অনুমতি পেলে পুলিশ সুপার আমাদের নানা ধরণের নির্দেশনা দিতেন। এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি।