বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল পরিচালকের বিরুদ্ধে মামলা : শাস্তির দাবীতে বিক্ষোভ

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল পরিচালকের বিরুদ্ধে মামলা : শাস্তির দাবীতে বিক্ষোভ

কালীগঞ্জ উপজেলার অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পরিচালক আঞ্জুরুল হক মিন্টু পলাতক রয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গোড়ল এলাকায় অবস্থিত অরণ্য স্কুল এন্ড কলেজের পরিচালক আঞ্জুরুল হক মিন্টু দীর্ঘদিন থেকে ওই স্কুলের নারী কমলমতি শিশুদের ভয়ভীতি প্রদর্শন করে শ্লীলতাহানী, যৌন নিপীড়ন করে আসছেন। এরই এক পর্যায় গত বৃহস্পতিবার ৭ ফ্রেব্রুয়ারী সন্ধায় নবম শ্রেণীর এক ছাত্রীকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে পরে ওই ছাত্রী কক্ষ থেকে বাহির হয়ে এসে বিষয়টি স্থানীয়দেরসহ পরিবারকে জানায়। স্থানীয়রা এ ঘটনায় পরিচালক আঞ্জুরুল হক মিন্টুর শাস্তির দাবীতে ঘন্টাব্যাপি বিক্ষোভ করে। ওই ছাত্রীর অভিভাবক বিষয়টি সন্তানের কাছ থেকে অবহিত হবার পর ওই লম্পট পরিচালকের বিরুদ্ধে বিচারের দাবীতে কালীগঞ্জ থানায় এজাহার ভুক্ত মামলা দায়ের করে। এ বিষয় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই বাদল কুমার মন্ডল জানান,এ ঘটনায় অরন্য স্কুল এন্ড কলেজের পরিচালকের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে এজাহারভুক্ত মামলা দায়ের করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,স্কুল পরিচালক আঞ্জুরুল হক মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই স্কুলের অফিস কক্ষে সীলগালা করা হয়েছে


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD