রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন
১৫ ঘণ্টা আগেও পুরান ঢাকার চকবাজারের ওয়াহিদ ম্যানশন ও সংলগ্ন এলাকার দৃশ্যপট ছিল ভিন্ন।হৈচৈ,অসংখ্য মানুষের আনাগোনা,মালামাল ওঠানো-নামানো,গাড়ি-রিকশার জটলা ইত্যাদি ইদ্যাদি।সেই এলাকায় এখনও সবই আছে।তবে শুধু কঙ্কালসার চেহারা সবকিছুর।ওয়াহিদ ম্যানশনে কোনো রংচঙ নেই।পুরো বাড়িজুড়ে ক্ষতচিহ্ন।কোনো তলার দেয়াল ভাঙা, বেরিয়ে আছে শুধু কংক্রিটের পিলার।কোনো তলায় খসে পড়েছে সব প্লাস্টার,গ্রিল বাঁকাচোরা,ভিতরে যে কিছু ছিল সেটা বোঝার উপায় নেই।কোনো ঘরে চিহ্ন আছে শুধু মাথার খুলির।বাড়ির সামনের গলির রাস্তায় গাড়ি, রিকশা, সাইকেল সবই আছে।তবে শুধু ফ্রেম, যাকে বলা যায় অন্তঃসার শূন্য,কঙ্কাল।বাতাসে লাশের গন্ধ আর পোড়া ছাইয়ে মনে হচ্ছে কোনো প্রাচীন ধ্বংসস্তূপ,মৃত্যুপুরী কিংবা ধূসর নগরী।ফায়ার সার্ভিসের সবশেষ তথ্য অনুযায়ী,ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৭০ জন প্রাণ হারিয়েছেন।আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুশয্যায় ৪১ জন।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে।