রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন
আনোয়ার হোসেন ঠাকুরগাঁও থেকেঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে সোহেল রানা বাবু (১৫) নামে এক বাংলাদেশী কিশোর নিহত হন লাশটি ঝুলে আছে সীমান্তের কাঁটাতারে । এ নিয়ে চলতি জানুয়ারি মাসেই বিএসএফ’র গুলিতে হরিপুর সীমান্তে নিহত হন ৪জন।
সোমবার বিকাল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায় নিহত কিশোর হরিপুর উপজেলার মরাধার গ্রামের একরামুল হকের ছেলে। লাশটি ঝুলে থাকলেও বিএসএফ’র গুলির আতঙ্কে ওই সীমানায় কেউ যাওয়ার সাহস পাচ্ছে না।
স্থানীয়রা জানায়, পানিপথে কাজের জন্য প্রায়ই ভারতে অবৈধ ভাবে যাতায়াত করতো ওই কিশোর। রবিবার বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩/২ এস পিলারের নিকট দিয়ে কাটা তাড়ের বেড়ার উপর দিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ কিশোরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে কিশোর গুলিবিদ্ধ হয়ে তারকাটার বেড়ায় ঝুলেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমার লোক পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তুহিন মাসুদ বলেন, বিএসএফকে অবগত করে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে।