শুক্রবার, ০২ Jun ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও এর রানীশংকৈলে টাক্ট্রর উলটে একজন নিহত হয়েছে ও আহত হয়েছে দুইজন । আজ মঙ্গলবার ২৯ জানুয়ারী সকাল সাড়ে সাতটায় রানীশংকৈল পাইলট স্কুলের মোড়ে দূরঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রহিম (২৫) বড়বাড়ী দশিয়া গ্রামের সেলিমের ছেলে ।আহত দুই যুবকের নাম খোকন ও হামিদুল। তবের খোকনের অবস্তা খুব আশংকা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল পাঠানো হয়েছে। নিহত রহিম দুই সন্তান এর জনক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ।