বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ প্রিমিয়ার ব্যাংকের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তাকে আটক করেছে কাস্টমসের কর্মকর্তারা। তার কাছ থেকে উদ্ধার করা ওই স্বর্ণের মূল্য আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা। তিনি প্রিমিয়ার ব্যাংকের কলাবাগার শাখার অপারেশন ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
আজ সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান,রাজিয়া মাহমুদ (৫০) নামে প্রিমিয়ার ব্যাংকের ওই ব্যাংক কর্মকর্তা মালয়েশিয়া থেকে ভোর চারটার একটি ফ্লাইটে করে (বিজি–৮৭) শাহজালাল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার কাছে শুল্ক–কর আরোপযোগ্য কোনো কিছু আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
পরবর্তীতে শুল্ক কর্মকর্তাদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই নারী ব্যাংক কর্মকর্তার দেহ তল্লাশি করে ‘র গোল্ড’ আকৃতিতে আনা প্রায় ৫০ লাখ টাকার মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়।
স্বর্ণ উদ্ধারের পর আটক ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রিমিয়ার ব্যাংকের এভিপি পদমর্যাদার এবং কলাবাগান ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার হিসেবে পরিচয় দেন।
জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, তার কাছে থাকা স্বর্ণগুলো তার নিজের নয় এবং আর্থিক সুবিধার বিনিময়ে তিনি এই স্বর্ণগুলো চোরাচালান করছিলেন।
এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ওই নারী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।