শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

যে আমলে ধন-সম্পদে বরকত পাবে মুমিন

যে আমলে ধন-সম্পদে বরকত পাবে মুমিন

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মর্যাদা দেয়ার কথা বলেছেন। এরমধ্যে একটি হলো অভাবের আগে স্বচ্ছলতাকে মর্যাদা দেয়া।

যাদের ধন-সম্পদ আছে তার যথাযথ ব্যবহার করা। অন্যায় পথে তা ব্যয় না করা। নেসাব পরিমাণ সম্পদ থাকলে তা পবিত্রতা ও বরকতের জন্য জাকাত দেয়াসহ গরিব-অসহায়দের মাঝে দান-সাদকা করা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদে বরকত লাভের নিয়মিত আমলের কথা বলেছেন। যে আমলে ধন-সম্পদে বরকত লাভ করবে মানুষ। হাদিসে এসেছে-

‘যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পাঠ করবে, তার সম্পদের হেফাজত থাকবে এবং সম্পদে বরকত লাভ হবে। আর তাহলো-
اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَرَسُوْلِكَ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ
উচ্চারণ : আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিমিনা ওয়াল মুসলিমাতি।
অর্থ : হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর তোমার বান্দা ও রাসুল মুহাম্মদের উপর, এবং সব মুমিন নর-নারী ও মুসলমান নর-নারীর উপর।

এ দরূদের আরও ফজিলত হলো-
যে ব্যক্তি তার সম্পদের বরকত পাওয়ার আগ্রহী, সে যেন রাসুলুল্লাহ সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লামের ওপর এ দরূদটি পড়ে। আর কোনো মুসলমানের কাছে যদি সদকা করার মতো কোনো সম্পদ না থাকে তাহলে সে যেন (দোয়ার মাঝে) এ দরূদ শরিফটি বেশি বেশি পড়ে। এটা তার জন্য জাকাতসরূপ হবে। অর্থাৎ এ দরূদে তার সম্পদে বরকত হবে এবং তা পবিত্র হবে।’ (মুসতাদরেকে হাকেম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দরূদ শরিফ পড়ার মাধ্যমে সম্পদে বরকত লাভের পাশাপাশি অসহায় মানুষকে সাদকা ও জাকাত দেয়ার সাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD