বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ইলিশবাহী একটি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কোরপাই-পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে; তিনি হলেন- সৈয়দুর রহমান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ট্রাকটি কক্সবাজার থেকে ঢাকা যাত্রাবাড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটিও জব্দ করেছে।