সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২ টি রাস্তার হেরিং বোন্ড এইচবিবি ও ৪ টি কার্লভাট সেতু নির্মাণ কাজের উদ্বোধণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর (শনিবার) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ও মহিমাগঞ্জ ইউনিয়নে এসব কাজের উদ্বোধণ করা হয়। এ উপলক্ষে দক্ষিণ শিবপুর বশির বাঙ্গালীর বাড়ীর উঠানে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ভিপি সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এহসান আকন্দ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি পর্যায় ক্রমে শিবপুর ইউনিয়নের সাতবিল কার্লভাট সেতু,দক্ষিণ শিবপুর বশির বাঙ্গালীর বাড়ীর পাকা রাস্তা হতে হাগড়ার টাইর ঈদগাহ মাঠ, গাছবাড়ী আলতাফ হোসেনের বাড়ী হতে সিরাজুল ইসলামের বাড়ী পর্যন্ত এইচবিবি রাস্তা, শোলাগাড়ী স্ট্যান্ড হতে হরিপুর রাস্তার মজিদের জমির নিকট কার্লভাট সেতু, মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গাছ পাড়া সাহেব আলীর বাড়ীর নিকট কার্লভাট সেতু, পুনতাইর সিংজানী বাটুর বাড়ীর সামনের রাস্তায় কার্লভাট সেতু নির্মাণ কাজের উদ্বোধণ করেন।