রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছেন। এতে নিহতরা হচ্ছেন- উপজেলার মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে আবু তাহের মিস্ত্রি (৬৬), চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৭) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬২)। আজ রোববার সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর এবং জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির আলাদা আলাদা আক্রমণের শিকার হন তারা।
এ প্রসঙ্গে সাংবাদিকদের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, এলাকার জমিতে সকালে কাজ করছিল তারা। এমন সময় পেছন থেকে হঠাৎ হাতির আক্রমণের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। যাবার সময় হাতির দল আবাদি জমিতেও বেশ তান্ডব চালিয়েছে। প্রসঙ্গত, পাহাড়ে হাতিগুলো খাবার না পেয়ে এর আগেও কয়েক বার লোকালয়ে এসে মানুষের ওপর আক্রমণ চালিয়েছিল।