শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আত্রাই,নওগাঁ ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (নতুন ভবন) সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার,তথ্য কমিশন বাংলাদেশ নেপাল চন্দ্র সরকার ।উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান,বে-সরকারী সেবা সংস্থার প্রতিনিধি, উপজেলা মডেল প্রেস ক্লাব ওআত্রাই প্রেস ক্লাব সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ মোট ৬০জন প্রতিনিধিগন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সারাদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর মূল্যায়নের উপর বক্তব্য রাখেন গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জারজিজার রহমান, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,বিশা ইউপি সচিব মোঃ ফোরকান , পাঁচুপুর ইউপি সচিব এহসানুল হক, আহসানগঞ্জ ইউপি সচিব আলী-আল এফতেখার সেবু, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমূখ।