শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ডান হাতের আঙ্গুল নাড়াতে পারছেন ইউএনও ওয়াহিদা

ডান হাতের আঙ্গুল নাড়াতে পারছেন ইউএনও ওয়াহিদা

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম।

অবশ হয়ে যাওয়া ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। তার চিকিৎসায় গঠিত মেডিকেলে বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন।

তিনি বলেন, ওয়াহিদা খানমের ডান দিকটা অবশ। তবে আশার কথা ওয়াহিদা তার ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তার অবস্থা স্বাভাবিক হতে পারে।

তিনি জানান, ইউএনও ওয়াহিদার মুখ ও কপালের অস্ত্রোপচারস্থলের সেলাই কাটা হয়েছে। তার মাথার সেলাই কাটা হবে শনিবার। তাকে হাসপাতালের বেডে বা কেবিনে পাঠানো হবে কী না সে বিষয়ে আজ (শুক্রবার) মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।

গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর নেওয়া হয়। পরদিন ইউএনও ওয়াহিদাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহেদ হোসেনের অধীনে আছেন তিনি।

#সাঈফশাহ


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD