বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়ন ঘরে তালা দেয়ায় ৪দিন যাবৎ আসাদুজ্জামান দিপু অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের রথের বাজার ধান খুনিয়া গ্রামের কাজী মোঃ আসাদুজ্জামান দিপু প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দুপুরে গোসল ও খাওয়া-দাওয়া জন্য বাড়িতে আসে। সে তার শয়ন ঘরে মোবাইল ও ব্যবসার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা বিছানায় বালিশের নীচে রেখে পরিধেয় কাপড় খুলে বাথরুমে টিউবওয়েলে গোসল করতে যায়। গোসল শেষে শয়ন ঘরে ঢুকতে গিয়ে দিপু তার ঘরে তালা লাগানো দেখতে পায। এসময় ডিপটিকে তার ঘরে তালাবদ্ধ করে বেড়িয়ে যেতে দেখতে পায় দিপু। এরপর দিপু তার শয়ন ঘরের তালা খুলে ব্যবসার তালাচাবি ও টাকা বাহির করে দেয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্যের কাছে অনুরোধ জানায়। পারিবারিক সমস্যা যাই থাক পরে বসে মিটমাট করে নেয়া হবে জানালেও ডিপটি তালা খুলে দেয়না। বরং ডিপটি লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে বাড়ির আশ-পাশে অবস্থান করায় দাঙ্গা হাঙ্গামা, মারিপিট, খুর-জখমে লিপ্ত হয়ে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতির আশংকা রয়েছে। সেই সাথে দিপু ও তার পরিবারবর্গকে উদেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট, খুন-জখমের ভয়ভীতি ও প্রাল নাশের হুুমকী প্রদান করছে। ঘটনার পর থেকে দিপু ৪দিন যাবৎ ঘরের বাহিরে অন্যের বাড়িতে খাওয়া-দাওয়া ও রাত্রি যাপন করে মানবেতর জীবন যাপন করছে। এসব ঘটনায় আসাদুজ্জামান দিপু গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, অভিযোগ দাখিলে বিষয়টি নিশ্চিত করেছেন।