বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

মাদার তেরেসা সম্মাননা পেলেন নীলফামারীর কৃতি সন্তান দেওয়ান সেলিম আহমেদ

মাদার তেরেসা সম্মাননা পেলেন নীলফামারীর কৃতি সন্তান দেওয়ান সেলিম আহমেদ

আব্দুর রশিদ, নীলফামারী ঃ করোনাত্তর ও মানবিক বিশ^ চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জার্নালিস্ট সোসাইটি হিউমান রাইটস ও আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের আয়োজনে ইকোনমিক রির্পোর্টাস ফোরাম মিলনায়তনে নীলফামারীর কৃতি সন্তানকে মাদার তেরেসা সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা পেয়েছেন নীলফামারী জেলা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দেওয়ান সেলিম আহমেদ । র্জানালিস্ট সোসাইটি হিউম্যান রাইটসের চেয়ারম্যান এডভোকেট মোঃ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চেন্সেলর প্রফেসর মোঃ কামাল উদ্দিন আহমেদ। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ। বক্তব্য রাখেন শাহ আলম চুন্ন চেয়ারম্যান আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশন.মোঃ আতাউল্লাহ খান সভাপতি ভোক্তা অধিকার আন্দোলন,মির্জা শরিফুল আলম সাবেক উপকরকমিশনার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব,কবী আইরিন খান লেখক ও আওয়ামীলীগ নেত্রী দেওয়ান সেলিম আহমেদ সভাপতি জেলা তাঁতীলীগ নীলফামারী প্রমুখ। দেওয়ান সেলিম আহমেদ তার বক্তব্যে বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখহাসিনা ও নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি দেওয়ান কামাল আহমেদের নির্দেশনা অনুযায়ী করনাকালীন সময়ে জীবনের ঝুকি নিয়ে গরীব ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি এবং ভবিষ্যতে উনারা যে নির্দেশনা দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করব নীলফামারীর জেলা তাঁতীলীগ যে কোন সংকটময় মুর্হুতে অসহায় মানুষের পাশে থাকবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এইচ আরমান চোধুরী মহাসচিব র্জানালিস্ট সোসাইটি হিউম্যান রাইটস।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD