শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
বেনাপোল পৌরসভার নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি পালিত বেনাপোল কাস্টম এনজিও কর্মীর রাজকীয় বাড়ি চক্ষু চড়কগাছ এলাকাবাসীর বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখা উদ্বোধন নাটোরে সরকারী খাল খননে অনিয়ম, প্রভাবশালী নেতার শশুরের বাড়ী বাঁচাতে সরকারের ব্যয় ৮৮ লক্ষ টাকা। ‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বন্দর পরিচালক রেজাউল বেনাপোলে নারী চক্রের ফাঁদে ব্ল্যাকমেইলের শিকার ব্যবসায়ীরা বেনাপোলে ঐতিহ্যবাহী বড়আঁচড়া স্কুল মাঠ ফিরে পাবার দাবিতে মানববন্ধন সোনাইমুড়ীতে গাড়ী চাপায় ভাই-বোনের মৃত্যু বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে পিসি সার্টিফিকেটে রমরমা ঘুষ বাণিজ্যে বেনাপোল বন্দরে আমদানি পণ্যর ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার

কুলাউড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

কুলাউড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

ইউসুফ আহমদ ইমন, মৌলভীবাজার:: জেলার কুলাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা মসজিদ মার্কেট,দোকানপাট ও পরিতক্ত কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (৮নভেম্বর) রেলওয়ে (পূর্ব) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম এর নেতৃত্বে ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটি এম. ফরহাদ চৌধুরী এবং রেলওয়ের কর্মাশিয়াল ম্যানেজার শওকত জামিল মহসিনের উপস্থিতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও এ অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে পুলিশ ও আরএনবির সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন থেকে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকার বিভিন্নস্থানে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে। তবে স্থানীয়রা জানান অনেকে কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে করেছেন।
রেল কর্তৃপক্ষ বলছেন, রেলের সরকারি জায়গা বেদখল ও স্টেশন এলাকার সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। তেমনি দুর্ভোগের শিকারও হন যাত্রীরা। অবৈধ এসব স্থাপনা হটিয়ে নিতে রেলের পক্ষ থেকে বার বার নোটিশ ও মাইকিং করার পরও অনেকে স্থাপনা ও মালামাল সরান এবং অনেকে সরাননি।
এ বিষয়ে রেলওয়ে (পূর্ব) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম বলেন, রেলওয়ের জায়গা উদ্ধারের ধারাবাহিক উচ্ছেদ অভিযান শুরু করেছি। কুলাউড়াতে খুববেশি অবৈধ জায়গা দখল নেই। তবে যেগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করার চেষ্টা করছি।
এদিকে সদ্য নির্মিত কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের মার্কেট উচ্ছেদ করায় স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD