সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি ,ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাট বন্দরে অবস্থিত ( সাদুল্যাপুর রোড়ে মেসাস হাজী ট্রেডাস) রড সিমেটের দোকান ও বসতবাড়ী প্রতিপক্ষ কতৃক দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করে রবিবার দুপুরে আব্বাস উদ্দিন টাওয়ারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দোকানের মালিক জাকির হোসেন জুয়েল অভিযোগ করে বলেন- জাকির হোসেন জুয়েল , সিদ্দিকুর রহমান খাজা , আতিকুর রহমান রোকন আমরা তিন ভাই মিলে মাহাবুর রহমান আকুল গংদের নিকট হতে ২০১৫ সালে ২১৫১ নং রেজিঃ সাব কবলা দলিল মূল্যে আবাসিক ঘর দোকানপাট সহ ২০শতাংশ জমি ক্রয় করেন এবং নিরিবিছন্ন ভাবে ব্যবসা বানিজ্য করে আসছেন। ক্রয়কৃত ২০শতক জমি সিমানা নির্ধারনে ৪ শতক জমি কম থাকায় জমিদাতা মাহাবুর রহমান ( আকুল) গংরা বাদী হয়ে হামেদ আলী গং দের বিবাদী করে বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা করে। যার নং ১৩১/৯৫ প্রকাশ থাকে যে বিজ্ঞ আদালত কর্তৃক বাদী মাহাবুব রহমান ( আকুল) মামলার বিষয়ে তার পক্ষে ২০০৩ ইং সালে ডিগ্রি প্রাপ্ত হয় এবং ডিগ্রি মুলে আদালতের কমিশন কৃর্তক জমির সীমানা নিধারন হলে ২০১৫ সালে উক্ত জমিটি আমরা ক্রয় করি। পরবর্তীতে আদালতের ডিগ্রী ও কমিশনের বিরুদ্ধে বিবাদিআপিল করে। আপিলটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এদিকে আপিলটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন ধাপেরহাট ইউনিয়নের যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ মিলন গংরা উক্ত জমি ও ব্যবসা প্রতিষ্টান দখলের পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০২০ ইং তারিখে নুরুল ইসলাম গংরা আমাদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করিবে ও দোকানের মাল লুট করবে এবং আমাদের খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি প্রদান করে আসছিল। পরে বিয়ষটি সাদুল্যাপুর থানায় আমি একটি সাধারন ডায়রি করি। যার নং ৯৫৪। তারিখ ২১.১০.২০ ।
বর্তমানে আমরা পরিবার সহ তাদের দাপটে ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছি। আশঙ্কা করছি নুর মোহাম্মদ মিলন গংরা যে কোন সময় আমাদের ব্যবসা বানিজ্য সহ যান মালের ক্ষতি সাধন করিতে পারে। তাই আমরা যান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।