শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :
পদোন্নতি পেলেন বিসিএস ১৫ তম ব্যাচের ৪ কর্মকর্তা দুূর্নীতির প্রতিকার চাওয়ায় সাংবাদিক সুমনের নামে পাল্টা মামলা বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত বাগাতিপাড়ায় কৃষক হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আন্তর্জাতিক উপদেষ্টা জন মেগালান লোপেজ ইউএসএ বিদায়ী সংবর্ধনা  নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড।  বেনাপোলে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা মফিজ আটক বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক বেনাপোলে কলেজ ছাত্র গুমের ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা নাভারনে ইয়ামাহা শোরুমের মালিক মাসুদের বিরুদ্ধে মানব পাচার এর অভিযোগ

নীলফামারীতে চেয়ারম্যানের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহউদ্ধার করেছে পুলিশ। 

নীলফামারীতে চেয়ারম্যানের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহউদ্ধার করেছে পুলিশ। 

আব্দুর রশিদ,নীলফামারী।

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকিরের বাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৯ নভেম্বর) বিকালে রামগঞ্জ বাজার সংলগ্ন ইউপি চেয়ারম্যানের বাড়িতে ঘটনাটি ঘটেছে। পরে রাতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

এলাকাবাসী জানায়, ছাগল চোর সন্দেহে নীলফামারী সদর পৌর এলাকার মানিকের মোড়ের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ বিপ্লবকে (২০) মারধর করে চেয়ারম্যানের বাড়ির একটি কক্ষে আটক করে রাখে। দুঃখ ও ক্ষোভে নিজের পড়নের শার্ট গলায় পেঁচিয়ে আতœহত্যা করে বিপ্লব।

লক্ষিচাপ দুবাছুরি এলাকার ছাগল মালিক নিতাই সরকার বলেন, আনুমানিক তিন টার সময় বাড়ি থেকে আমার একটি ছাগল চুরি হয়। খবর পেয়ে রামগঞ্জ হাটে আসলে বিপ্লবের হাতে আমার ছাগল দেখতে পাই। সাথে সাথে ছাগল সহ তাকে আটক করে ইউপি সদস্য আইয়ুবের হাতে তুলে দেই। তার কিছূক্ষন পরে বিপ্লবকে চেয়ারম্যানের বাড়িতে একটি ঘরে আটকে রাখা হয়।

বিপ্লবের দুলাভাই মোঃ জাহিদ বলেন, বিপ্লব মানিকের মোড় এলাকার পুরাতন কাগজ ফ্যাক্টরীতে কাজ করে। সে এর আগে কখনো চুরি সাথে জড়িত ছিলো না। তিনি আরও অভিযোগ করে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ্ ফকির বলেন, বিপ্লব নিজের শার্ট গলায় পেচিয়ে আতœহত্যা করে এবং বাড়িতে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

জানতে চাইলে সদর থানার এস আই শ্রী মিন্টু চন্দ্র বনিক বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং-৫২৯/২০, তাং- ০৯,১১,২০২০ ইং।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD