রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের বেলায় দুর্বৃত্তদের বিরুদ্ধে জমির পাকা ধান চুরি করে কেটে নেওয়ার অভিযোগ।
অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের উত্তর আশকুর (নামাপাড়া) গ্রামের মৃত-আজিজার রহমান প্রধানের ছেলে রেজাউল ইসলাম প্রধান (৫৮) এর পৈত্তিক জমি থেকে রাতের বেলায় রোপা আমন ধান কেটে নিয়েছে একই গ্রামের মোজাফ্ফর প্রধানের ছেলে মোশারফ প্রধান (৩৬), মোশরেকুল প্রধান (৪০), মোকছেদুল প্রধানের ছেলে রুবেল প্রধান (৩০), রাসেল প্রধান (২৮), রিফাত প্রধান (২০), মৃত-রজ্জব আলী প্রধানের ছেলে মোজাফ্ফর প্রধান (৬০), মোকছেদুল প্রধান (৫০), মৃত মোখলেছুর রহমানের ছেলে সালা উদ্দিন (৩২), শফিকুর রহমান (৩৮), মৃত-মুনছুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৫৮), মোসলেম উদ্দিন (৬০), মোসলেম উদ্দিনের ছেলে মহাসিন (২০), মৃত-মোকাব্বর রহমানের ছেলে জাকির হোসেন (৩৪), মৃত-ওছমান আলীর ছেলে সাবু মিয়া (৪৭), মেহেদুল (৪২), হালিম মিয়ার ছেলে ফয়সাল (২৪), হান্নান মিয়ার ছেলে দেলোয়ার (২৮), জাকির হোসেনের ছেলে নোহান মিয়া (২০), মৃত-ওছমান আলীর ছেলে আব্দুল হালিম (৫৪) সহ অজ্ঞাত ২/৩ জন দুর্বৃত্তরা গত ৬ নভেম্বর/২০ ইং তারিখ রাতের কোন এক সময় রেজাউল প্রধানের পৈত্তিক ১ একর ৯ শতক জমি থেকে রোপা আমন ধান চুরি করে কেটে নিয়ে যায়। পরদিন সকাল বেলা অথাৎ ৭ নভেম্বর/২০ ইং তারিখে ভোর ৬ টার দিকে জমিতে গিয়ে দেখতে পায় জমির সমস্ত ধান কাটা। এ সময় গ্রামের লোকজনকে সাথে নিয়ে দুর্বৃত্তদের চুরি করে ধান কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া রেজাউলকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করতে আসলে সে প্রাণ ভয়ে দৌড় দিয়ে জীবন রক্ষা করে। এ বিষয়ে ওই দিনেই রেজাউল ইসলাম প্রধান বাদী হয়ে উপরোক্ত ব্যক্তিদের নামে থানায় একটি এজাহার দায়ের করেন। পুলিশ উক্ত ঘটনার স্থল পরিদর্শণ করলেও এখনও মামলা রেকর্ড হয়নি বলে রেজাউল ইসলাম জানান।