শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি ফয়সাল রহমান জনি : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায়ের শীর্ষক প্রকল্পের অধীনে গাইবান্ধার সাদুল্লাপুরে তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া ও গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্য বক্তব্য রাখেন, গণযোগাযোগ বিভাগের উপ-পরিচালক হাছিনা আকতার, গাইবান্ধা জেলা তথ্য অফিসার হায়দার আলী, অফিস স্টাফ আইয়ুব আলী, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, ছোলায়মান সরকার, ইউপি সদস্য আইয়ুব আলী প্রমূখ।
এ অনুষ্ঠানে শিশু ও নারী উন্নয়ন, করোনাভাইরাস ও বাল্যবিয়ে প্রতিরোধে নির্দেশনামূলক বক্তব্য দেন গণযোগাযোগ বিভাগের উপ-পরিচালক হাছিনা আকতার। এর আগে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক বিতরণ করা হয়েছে।