শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাইবান্ধা সদর হাসপাতালে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে।

প্রতিনিধি ফয়সাল রহমান জনি বুধবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটির জন্ম হয়।

 

ধপধপে সাদা মোটা আবরণের চামড়ার পাশাপাশি মাথার ওপরের অংশ পুরোপুরি গঠিত নয়। চেহারায় বয়স্ক মানুষের ছাপ ও চোখ দুটো বড় বড়। এ ছাড়া তার শরীরের পুরো অংশ স্বাভাবিক। শিশুটির শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন কর্তব্যরত গাইনি চিকিৎসক।

 

নবজাতক বোয়ালি ইউনিয়নের বোয়ালি গ্রামের পেশায় রিকশা চালক আবুল মিয়া ও সহিদা বেগম দম্পতির ৩য় সন্তান। শিশুটির মা সহিদা ও শিশুটি এখন সুস্থ আছেন। এ খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য ভিড় জমতে থাকে।

 

এদিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক না থাকায় শিশুটি সমন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD