সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাজা ও ফেন্সিডিলসহ আটক-০২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাজা ও ফেন্সিডিলসহ আটক-০২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে গাজা ও ফেন্সিডিলসহ আটক-০

 

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জের অভিযানে ০২ কেজি গাজা ও ১২০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন আটক।

 

প্রথম অভিযানে ০২ কেজি ( দুই ) গাঁজাসহ ০১ জনকে ভোলাহাট থানাধীন শিশা নামক স্থান হইতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ১০ ই নভেম্বর ২০২০ খ্রিঃ সন্ধ্যা ০৬ঃ২৫ ঘটিকায় অভিযান চালিয়ে আটক করে।

আটককৃত ব্যাক্তি হলো আসামি ১। মোঃ ফারুক (৩৯) পিতা-মোঃমোস্তফা সাং- কুমিরজান থানা-ভোলাহাট জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

ভোলাহাট থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

অপর অভিযানে ইং ১০/১১/২০২০ তারিখ রাত্রি অনুমান ৯.২০ ঘটিকায় মোঃ মিনহাজ উদ্দিন (২২)পিতা-আব্দুর রহমান সাং-লক্ষ্মীপুর বোগলাউড়ি থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD