শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে আজ বুধবার দুুপুরে বর্ণাঢ্য র্যালী, স্থানীয় সার্কিট হাউস চত্বরে এক আলোচন সভা ও কেককাটা অনুষ্টিত হয়েছে। এতে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরদার নিজামুল হকের সঞ্চালনে ভিডিও কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্নসাধারন সম্পাদক লোকমান সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, পৌরসভা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, সাধারন সম্পাদক আজিজ শরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্নসম্পাদক শাহাদাত সরদার, পৌরসভা তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি আরিফুজ্জামান, পৌরসভা কৃষকলীগের সাধারন সম্পাদক জামালউদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আনিচুর রহমান, সিডিখান ইউপি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি অহেদুজ্জামান বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান ও ডাসার যুবলীগের সম্পাদক সেন্টু তালুকদার প্রমুখ।