বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ
আজ ১৯/১১/২০২০ ইং তারিখ ভোর ০৫ঃ৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার ভাঙ্গা সেতু নামক ¯হানে নওগাঁ থেকে ধান কাটা আসা শ্রমিকরা বড় ভুটভুটিতে ধান বোঝাই করে বাড়ি আসার পথে ধান বোঝাই ডুটভটি উল্টে রাস্তার পার্শ্বে পানিতে পড়ে ঘটনাস্থলে ০৮(আট) জন মারা যায় এবং ০৪(চার) জন আহত হয়।পুলিশ,ফায়ার সার্ভিস ও ¯হানীয়রা নিহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। নিহতদের নাম- (১) আবুল কাশেম পিতা নওশাদ (২) বাবু পিতা এরফান (৩) তাজামুল পিতা অজ্ঞাত (৪) মিঠুন পিতা তাজামুল (৫) কারিম পিতা কাবিল (৬) মোঃ মিনু আমানুর (৭) আহাদ আলী পিতা আজিজুল হক সর্ব সাং বালিয়া দিঘি (৮) আতাউর রহমান পিতা-রেহমান সাং-লাউঘাটা সর্ব থানা-শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জ। নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে যায়।গুরুতর আহত ০৪ জন ভিকটিম ১/মোঃ আঃ লতিফ (৬০), পিতা মোঃ হযরত আলী ২/মোঃ আকাশ(২৩), পিতা-মুত আজিজুল ৩/মোঃ হামদূল(৬০)মূত রবিউল ৪/নূরু ইসলাম( ৫০) সব সাং বালিয়া দিঘী থানা -শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।