রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার বালিয়াঙ্গী উপজেলার সীমান্তবর্তী রতœাই গ্রামের আব্দুর রহমান পরিবারের আর্থিক স্বচ্চলতা ফেরাতে জায়গা-জমি বিক্রী করে ২০১৪ সালে সাউথ আফ্রিকায় যান। কিন্তু গত ১৮ তারিখ সন্ত্রাসীদের গুলিতে নির্মম ভাবে নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
রহমানের পরিবার জানায় ২০১৪ সালে সে সাউথ আফ্রিকায় যায়। সেখানে ৩ বন্ধু মিলে মুদির দোকান করতো। রহমানের বাড়ী ঠাকুরগাঁওয়ে হলেও অপর ২জনের বাড়ী নারায়নগঞ্জ জেলায়। ঘটনার দিনও তারা একই সাথে ছিল। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা এসে তাদের উপর গুলি চালালে ঘটনাস্থলে আব্দুর রহমান ও ইমন নিহত হন, আহত হন রুবেল। এই ঘটনা শোনার পড়ে রতœাই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
রহমানের পরিবার আরো জানায় সে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে দেশে ফিরে আসবে। মার্চের দিকে তার বিয়ে হবে। বিয়ের জন্য মেয়েও দেখার কাজ চলছিল। এখন সরকারের কাছে বাবার দাবী ছেলের লাশ যেন বাড়ীতে আসে এবং নিজের হাতে যেন মাটি দিতে পারেন এই কমনাই করছেন তিনি। মায়ের সাথে কথা হলে রহমান বলে চলে আসবো মা, তুমি আমার জন্য গোস রান্না করিস, আচার থুইস আমি এসে খাবো। কিন্তু রহমানের ভাগ্যে বিয়েও হলো না, মায়ের হাতে রান্না করা গোস আর আচার খাওয়াও হলো না।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান মুঠোফোনে জানান নিহতের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি।