রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধিঃ
পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির আদর্শে মুগ্ধ হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দুই শতাধিক নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
গতকাল সন্ধায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ যোগদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পৌর কাউন্সিলর ইমদাদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহ সভাপতি আনছার আলী সরদার, সহ সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাপার মনোনয়ন প্রত্যাশী আহসান হাবীব খোকন, সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, শ্রমিক পার্টির সভাপতি জোবাইদুর রহমান চাদ, পৌর সহ সভাপতি ডাঃ ছাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমএ আউয়াল বিএসসি, সাংগঠনিক সম্পাদক আঃ মালেক মিয়া, দলে নবাগত পৌর জাসদের সাবেক সভাপতি শ্যামল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রায়হান বিএসসি, বিএনপি নেতা মুনছুর আলী ভোলা, মোজাম্মেল হক, ফরিদ মিয়া, মকবুল হোসেন বিএসসি, এবিসি কিন্ডার গার্টেনের পরিচালক আতাউর রহমান ও চেন মাষ্টার হারুন মিয়া প্রমূখ।
এর আগে জাসদ ও বিএনপির নেতা কর্মীরা সাংসদকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দলে যোগদান করেন এবং পরে সাংসদ প্রত্যেকের হাতে নিজেই একটি করে রজনী গন্ধা ফুলের স্টীক তুলে দেন