বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার এর নির্বাচনি অফিস ভাংচুর।

পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার এর নির্বাচনি অফিস ভাংচুর।

 

 

পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার এর নির্বাচনি ক্যাম্প ভাংচুর করেছে একই ওয়ার্ডের প্রার্থী মোঃ মানিক শেখ এর সমর্থকেরা। এসময় তারা অফিসের চেয়ার টেবিল ভাংচুরসহ লোকজনকে হুমকি দেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আজ সন্ধ্যা ৬.১০ এর সময় কয়েকজন লোক মোটরসাইকেলে এসে আনোয়ারুল করির সিকদার এর উত্তর নামাজপুর (রশিদ মাস্টার) ৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটস্থ নির্বাচনি অফিস ভাংচুর করেছে।

অফিস ভাংচুরের বিষয়ে আনোয়ারুল কবির সিকদার বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। এ বিষয় মাথায় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে আজকে আমার প্রতিপক্ষ আমার নির্বাচনি অফিস ভাংচুর করেছে। এটা মোটেই ঠিক করেনি। আমি আইনানুগ ব্যাবস্থা নেব।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD