পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গরীব,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তিস্তা পাড়া এলাকায় সাউথইস্ট আর্কিটেকচার এলামনাই ও সাউথইস্ট আর্কিটেকচার ক্লাবের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন (বিএনএসও) এর সহযোগীতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সাউথইস্ট আর্কিটেকচার এলামনাই ও সাউথইস্ট আর্কিটেকচার ক্লাবের অন্যতম সদস্য মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুজারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক,বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন (বিএনএসও) সভাপতি মাসুদ রানা,উপদেষ্টা মাসুম বিল্লাহ সহ সাউথইস্ট আর্কিটেকচার এলামনাই ও সাউথইস্ট আর্কিটেকচার ক্লাবের সদস্যরা। এসময় চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের দেড় শতাধিক গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথি ও সংগঠনর সদস্যরা।