রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
গাজী এনামুল হক, পিরোজপুর প্রতিনিধি ঃ- পিরোজপর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মোঃ আনোয়ারুল কবির সিকদার( সহ-সভাপতি পৌরআওয়ামীলীগ) এর নির্বাচনী অফিস ভাংচুর করেছেন একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মানিক সেখ ও তার ক্যাডার বাহিনী। কাউন্সিলার প্রার্থী মোঃ আনোয়ারুল কবির সিকদার এই সময়ে জানান যে, আমার প্রতিপক্ষ কাউন্সিলার প্রার্থী মোঃ মানিক সেখ জামাতের একজন কর্মীও ক্যাডার ছিলেন এবং বিএনপি জামাতের বেশ কিছু ক্যাডার বাহিনী নিয়ে তার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার অংশ হিসাবে গত কাল ০৮০৬১০ ঘটিকায় সময়ে বেশ কিছু ক্যাডার বাহিনী নিয়ে সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী মোঃ আনোয়ারুল করিব সিকদার এর উত্তর নামাজপুর ৭৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (রশিদ মাস্টার ) নিকটস্থ নির্বাচনী অফিস ভাংচুর করেছে এবং আনোয়ারুল কবির সিকদারের লোকজনের উপরে অতর্কিত হামলা করে আঘাত করেছে। এই সময় আনোয়ারুল কবির সিকদার আরো জানান যে নির্বাচনে জয় পরাজয় থাকবে এই বিষয় মাথায় নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছি তবে আজকে আমার প্রতিপক্ষ আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে ও আমার লোকজনকে আঘাত করেছে এটা মোটেই ঠিক করেনি ইহা নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন আমি আইনানুগ ব্যবস্থা নেবো। প্রয়োজনে প্রশাসন বিভিন্ন গোয়েন্দা সংস্থা এলাকায় খোজ-খবর নিয়ে সঠিক তদন্ত করলে সবকিছু বেড়িয়ে আসবে।