শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর (রংপুর)॥
রংপুরের মিঠাপুকুর উপজেলা দলিল লেকক সমিতির নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ১শ ৩৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে আব্দুছ ছালাম মিয়া, সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে আকমল হোসেন, সহ-সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে আল আমিন সরকার মানিক, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে আল-আমিন বেগ, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে নুর মোহাম্মদ সরকার, দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করে গোলাম মওলা শাহীন, কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে আবু হোসেন তালুকদার ও কার্যকরী সদস্যের ৪টি পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে রিপন মিয়া, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ (শফিকুল) ও নুর আলম মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচনে কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা সাব রেজিষ্ট্রার খায়রুজ্জামান। ###