সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিরোজপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পিরোজপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

গাজী এনামুল হক লিটন, পিরোজপুর :
জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে পিরোজপুরে জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাপ্তাহিক পত্রিকা পিরোজপুর মুক্তবার্তার সম্পাদক এস এম সোহেল বিল¯œাহ কাজল কে সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো: মনির¤œল ইসলাম চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শনিবার রাতে পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কে জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় মিলনায়তনে এক সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যরা হলো সহ-সভাপতি মো: নুর¤œল¯œাহ আল আমিন খান (দৈনিক দ—িগণের খবর) ,সহ-সভাপতি অমিত হাওলাদার (বিএস টিভি নিউজ),যুগ্ম সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন ( দৈনিক মাতৃছায়া), কোষাধ্য—গ সিরাজুল ইসলাম মিরাজ (ডেইলি মর্নিং গে¯œারী) ক্রীড়া, সাহিত্যে-সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মানস কুমার বৈরাগী ( ডেইলী ইন্ডাষ্ট্রি), প্রচার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক নাছর¤œল¯œাহ আল কাফী (দৈনিক গণকন্ঠ), দপ্তর সম্পাদক মো: ফরিদ হাওলাদার (জাগো দর্পন ডটকম), কার্য নির্বাহী সদস্য হুমায়ুর কবির তালুকদার ( দৈনিক তার¤œন্যের বার্তা), কার্য নির্বাহী সদস্য শহিদুল ইসলাম (চ্যানেল এস),কার্য নির্বাহী সদস্য : আবু জাফর মো: সালেহ (দৈনিক গণমুক্তি), কার্য নির্বাহী সদস্য মো: হাসান তালুকদার দৈনিক বর্তমান কথা)।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD