শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
খুলনার পাইকগাছায় প্রবীন জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন কর্মসূচির অধীনে পঙ্গু, বৃদ্ধ ও মৃতু ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গদাইপুর আরআরএফ-এর নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় পিকএসএফ-এর অর্থায়নে এ সব প্রদান করা হয়। এর মধ্য গদাইপুর গ্রামের পঙ্গু আকবার আলীক ১টি হুইল চেয়ার, ৫৪জন বৃদ্ধর মাঝে ২০টি ছাতা, ১৩টি কোমট, ২০টি লাঠি ও একজন মৃতু ব্যক্তিকে সৎকারের জন্য ২ হাজার টাকা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। উপস্থিত ছিলেন, শেখ আরিফুর রহমান, প্রোগ্রাম অফিসার রনি মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, এখলাছুর রহমান, আব্দুল্লাহ আল-জুবায়ের ও তারক মজুমদার।