বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালকিনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে ঐ ৭ই মার্চ পালিত

কালকিনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে ঐ ৭ই মার্চ পালিত

মোঃআতিকুর রহমান আজাদ,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যেদিয়ে ঐ ৭ মার্চ উদযাপন করা হয়েছে। আজ রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মআসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতাহমিনা বেগম, সাধারন সম্পাদক তৌফিকুজ্জাম শাহীন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফার¤œক, সহ-সভাপতি আওলাদ হোসেন, খায়র¤œল আলম খোকন বেপারী, আবুল কালাম আজাদ, সাবেক আওয়ামী লীগের সদস্য ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম হানিফ, পৌর-আওয়ামী লীগের সভাপতি এড.আবুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সস্পাদক মোঃ বেলাল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাছরিন ও শিকারমঙ্গল এলাকার ইউপি চেয়ারম্যাম সিরাজুল আলম মৃধা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে বিশাল বহর নিয়ে কর্মসূতে অংশগ্রহণ করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD