রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে গতকাল রবিবার সাত মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রশাসন, ধনবাড়ী প্রেসক্লাব, প্রশাসনিক কর্মকর্তা, শি—গা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্ব¯ত্মরের জনতা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প¯ত্মবক অর্পণ সহ দোয়া মুনাজাত করা হয়।
এসময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হার¤œনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, সহকারী কমিশনার ভূমি হাসান হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান লিনা বকল, উপজেলা প্রকৌশলী জয়নুল আবেদীন, প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শি—গা অফিসার মতিউর রহমান খান, উজেলা কৃষি কর্মকর্তা পল¯œী বিদুত অফিসের ডিজিএম রফিকুল ইসলাম খান, ধনবাড়ী থানার ওসি মো: চাঁন মিয়া, প্রেক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী,মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফার¤œক ইমাম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, মধুপুর উপজেলা প্রশাসন, প্রশাসনিক কর্মকর্তা, শি—গা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্ব¯ত্মরের জনতা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প¯ত্মবক অর্পণ সহ দোয়া মুনাজাত করা হয়। এসময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার(মধুপুর সার্কেল)শাহীনা আক্তার, সহকারী কমিশনার ভূমি আব্দুল করিম করিম, উপজেলা প্রকল্প বা¯ত্মবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর থানার ওসি তারিক কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে ও মধুপুর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, চিত্রা অংকন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।