বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ধনবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড।

ধনবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ড।

 

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন।

 

গতকাল মঙ্গলবার বিকেলে ধনবাড়ী বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাক্স না পরায় দোকানি ও চথচারী সহ মোট ১৩ জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ৩ হাজার ৫’শ টকা অর্থদন্ড প্রদান করেন।

 

এসময় ধনবাড়ী থানার এসআই সজল, উপজেলা নির্বাহী অফিসের সিএ আলমগীর হোসেন,সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামছুল আরেফীন জানান, সরকারী নির্দেশনা মোতাবেক ধনবাড়ী উপজেলার সকল জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান ও সচেতনতামূলক সকল কার্যক্রম অব্যহত থাকবে।

 

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD