সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

শ্রীপুরে এক নিরীহ লোকের ৯টি কাঁঠাল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে 

শ্রীপুরে এক নিরীহ লোকের ৯টি কাঁঠাল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে 

 

ইকবাল হোসেনঃগাজীপুরের শ্রীপুর পৌরসভার -৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি এলাকার মোঃ ইকবাল হোসেন (৩৫) নামে এক নিরীহ লোকের ৯টি কাঁঠাল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে।গাছ কাটাও একই সঙ্গে তার জমি জোর পূর্বক দখল করার পায়তারা চলছে মর্মে অভিযোগ করেছেন ইকবাল হোসেন।এ নিয়ে বিপাকে পড়েছেন ওই নিরীহ ইকবাল হোসেন।তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পৌরসভার চার নং ওয়ার্ডের মান্নান সিকদার (৪০),এবং মোঃ জালাল উদ্দীন( ৫০)সহ আরো অজ্ঞাত ৩/৪ জন ব্যক্তি ৯টি কাঁঠাল গাছ কেটেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এবিষয়ে মান্নান সিকদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এনিয়ে থানায় বসা হয়েছে বলে ফোন কেটে দেয়। গাছ কাটার ব্যাপারে শ্রীপুর পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল জানান, গাছ কাটার বিষয়টি ইকবাল হোসেন আমাকে জানিয়েছিল। গাছ কাটার বিষয়ে ৪ এপ্রিল, ২০২১ তারিখে

শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ইকবাল হোসেন। এ বিষয়ে ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, তারা আমার জমির গাছ কেটেছে এবং আমার জমি বেদখলের পায়তারা করছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে শ্রীপুর থানার (এসআই) শুকুর আলী জানান,গাছ কাটার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD