গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল কতৃক উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা মন্ডলকে প্রাননাশের হুমকি প্রদান করার প্রতিবাদে কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ২৪ জুন বৃহস্পতিবার কাশিয়াবাড়ী কলেজের গেটের সামনে রাস্তায় এ মানবববন্ধনে সভাপতিত্ব করেন ওয়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক । ২ শতাধিক নারী পুরুষের অংশ গ্রহনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক মাসুদ,সাবেক যুগ্ন আহবায়ক টুটুল ,স্বপন,ঠান্ডা,ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ও বক্তরা অবিলম্বে বিগত সময়ের ও বর্তমান সময়ে সন্ত্রাসীদের হোতা বিএনপি নেতা জিয়াউল হক জুয়েলের দৃষ্ঠান্ত মুলুক শাস্তি দাবী জানান।