শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামে নাগর নদী থেকে এক যুবকের মৃরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায় শুক্রবার বিকালে সীমান্তের ৩৭২/৭ এস পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে নাগর নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে জিন্স প্যান্ড, সবুজ টি শার্ট ও মুখে মাস্ক ছিল।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান সুরতহাল রিপোর্ট করার সময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে, তবে শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।