সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ২৪ ঘন্টায় ২০১ নমুনা পরীক্ষায় নতুন করে ১১৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, নমুনা বিবেচনায় আক্রান্তের হার প্রায় ৫৮ শতাংশ। এর মধ্য দিয়ে জেলায় করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন তিন হাজার ৮৪ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় হরিপুর উপজেলায় একজন মৃত্যুবরণ করেছেন।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪ জন, পীরগঞ্জ উপজেলায় ১৩ জন, রানীশংকৈল উপজেলায় ১০ জন এবং হরিপুর উপজেলায় ১২ জন রয়েছেন।
করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউনের ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, জনসচেতনার বিকল্প নেই। সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।