সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে আশুলিয়ার গাজিরচট এলাকার উষাপল্ট্রি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। এ সময় ভয়ে কেউ বের হয়নি। তবে আমরা যতটুকু দেখেছি দুই পক্ষই গুলি ছুড়েছে। বাইরে এখনো বেশ কয়েকটি গুলির খোসা পড়ে আছে। আমরা খুবই আতঙ্কিত।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এমএ মতিন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে আসছেন। তার বিরুদ্ধে এ সংক্রান্ত বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। তিনি ওই এলাকায় ভূমিদস্যু মতিন নামেই পরিচিত।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রহিম খা নামে মানিকগঞ্জের এক ব্যবসায়ীর একটি জায়গা দখল করে মতিন বঙ্গবন্ধু মেডিকেলের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড দেন। তার কাছে কোনো কাগজপত্র নেই। তারপরও তিনি এই জায়গা দখল করে রয়েছেন। আজ রহিম খার লোকজন জায়গা বুঝে নিতে এলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন এমএ মতিন।
উষা পল্ট্রি মোড়ের এক চা দোকানদার বলেন, গোলাগুলির ঘটনা এখানে নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। আমাদের অভ্যাস হয়ে গেছে।
এ ব্যাপারে এম এ মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
রহিম খা বলেন, আমার জায়গা জোর করে দখল করে রেখেছে এমএ মতিন। আজ আমরা জমিতে গেলে মতিনের প্রতিনিধিরা বাধা দেয়। পরে মতিন ও তার বাহিনী গুলি ছোড়েন।
এবিষয়ে, আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, ঘটনা শোনার পর টিম পাঠিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।