শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে এক নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে এক নারীর মরদেহ উদ্ধার

 

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও শহরের তাঁতী পাড়া মহল্লায় একটি মার্কেটের গলি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে নিজ বাড়ির পাশে গলি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মৃত শান্তনা রায় মিলি (৪৬) শহরের তাঁতীপাড়া এলাকার সমির কুমার রায় সোনার স্ত্রী।

পুলিশ জানায় ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে তার শরীরের কিছু অংশে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়, তদন্ত অব্যাহত থাকবে। রহস্য উদঘাটনে পিবিআই, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

মৃত ওই নারীর স্বামী সোনা বলেন আমার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে পূঁজা সেরে বাড়ির বাহিরে যায়। পরে বাড়ির পাশেই মার্কেটের গলিতে তার মরদেহ প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে ডায়রীতে লিখে যায় মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। তবে স্থানীয়রা জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি কেউ এর সাথে জড়িত থাকে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেয়ার আহবান জানান তারা।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম, বলেন ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD